Recents in Beach

হাদীস

 হযরত হারিস আল-আশআরী (রা:) হতে বর্ণিত, রাসূল সা. বলেছেন, আমাকে পাচটি বিষয়ের আদেশ দেয়া হয়েছ। আমিও তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি । তাহলো : ১,জামায়াতবদ্ধ জীবন, ২.নেতার আদেশ শোনা, ৩.নেতার আদেশ মানা, ৪,ইসলামের প্রয়োজনে হিজরত করা এবং ৫.আল্লাহর রাস্তায় জিহাদ করা। যে জামায়াত থেকে এক বিঘত পরিমাণ সরে গেল সে তার গলা থেকে ইসলামের রশিটা সরিয়ে ফেললো। যতক্ষণ না সে আবার জামায়াতবদ্ধ জীবনে ফিরে আসে। আর যে জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে তাকে জাহান্নামের খড়ি তৈরি করা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ সা.! সে যদি নামাজ পড়ে ও রোজা রাখে? রাসূল সা. বললেন,  সে যদি নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে এর পরও সে জাহান্নামি। (মুসনাদে আহমদ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ