Recents in Beach

কবিতা | Kobita

         #বোশেখ #
    আসাদ বিন হাফিজ

বোশেখ তুমি আসো
মন্দ যত নাশো।
যে জন মিছে কয়
তারে করো জয়।

দুষ্ট যতো বুদ্ধি 
তারে করো শুদ্ধি।
পাপের যতো ফেরি
লাগাও পায়ে বেড়ি।

ময়লা আবর্জনা
উড়াও তাহার কণা।
অবিচারেরর ফণা
গুড়াও তাহার কণা।

বুকে জাগাও আশা
অথৈ ভালোবাসা।
সাহস জাগাও মনে
ফোটাও গোলাপ বনে।

চালাও সত্য পথে
সদা বিজয় রথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ