Recents in Beach

গোসলের প্রকারভেদ

প্রশ্ন : গোসল কত প্রকার ও কী কী?

উত্তর।। গোসল এর প্রকারভেদ : ওলামায়ে কেরামের ঐক্যমতে, অবস্থা ও হুকুম উভয় দৃষ্টিকোন থেকেই গোসল মোট চার প্রকার। যথা- ১. ফরজ গোসল, ২. ওয়াজিব গোসল, ৩. সুন্নাত গোসল ও ৪. মুস্তাহাব গোসল। নিম্নে সকল প্রকারের সম্যক পরিচয় উপস্থাপিত হলো-
১. ফরজ গোসল : কামভাবের পর বীর্যপাত হলে, স্ত্রীসঙ্গমেরর পর যদিও বীর্যপাত না হয়, স্বপ্নদোষের পর যদি বীর্যপাত হয়, স্ত্রীলোকের ঋতুস্রাবের পর এবং সন্তান প্রসবের পর গোসল করা ফরজ।
২. ওয়াজিব গোসল : মৃতব্যক্তি ও তাকে গোসল দানকারী এবং অমুসলিমের ইসলাম গ্রহনের পূর্বে গোসল করা ওয়াজিব।
৩. সুন্নাত গোসল : অধিকাংশের মতে, জুমার জন্য গোসল করা সুন্নাত। ইমাম মালেকের মতে, ওয়াজিব। কারো কারো মতে, মুস্তাহাব, তবে এখানে প্রথম মতটিই সর্বাধিক গ্রহণযোগ্য।
৪. মুস্তাহাব গোসল :হজ্জের জন্য ইহরাম বাঁধার পূর্বে এবং শিঙ্গা লাগানোর পর গোসল করা মুস্তাহাব। অবশ্য আরাফাতের দিন এবং দু'ঈদের দিনেও গোসল করাকে ফকীহগণ মুস্তাহাব বলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ