প্রশ্ন : গোসলের ফরজ কয়টি ও কী কী?
উত্তর।। গোসলের ফরজসমুহ :গোসলের মধ্যে যে কাজ না করলে গোসল পূর্ণতা পায় না এবং পবিত্রতা অর্জিত হয়না, তা হলো গোসলের ফরজ।
হানাফী ফোকাহায়ে কেরামের ঐক্যমতে গোসলের ফরজ মোট তিনটি। যথা-
১। গড়গড়াসহ কুলি করা। মুখে যথেষ্ট পরিমাণ পানি নিয়ে গড়গড়াসহ কুলি করতে হবে তবে রোযাদার ব্যক্তিকে গড়গড়া ছাড়া শুধু কুলি করলেই চলবে।
২। নাকে পানি দেয়া। নাকের ভিতরে যতদুর আঙুল প্রবেশ করানো সম্ভব ততদুর আঙুল দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। রোযাদারের জন্য
এ ব্যাপারে সতর্কতা অবলম্বন আবশ্যক।
৩। সমগ্র শরীরে এমনভাবে পানি প্রবাহিত করা, যাতে শরীরের একটি লোমকূপও শুকনা না থাকে। অর্থাৎ নাভী, কানের পেচ, গুহ্যদ্বার, স্ত্রীলোকের যৌনাঙ্গের বহিরাংশ,
নাক, কান ও অন্যান্য গহনার ছিদ্র, চুলের খোপা/বেনী এবং আংটি ও ঘড়ির নিচের অংশের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে।
যেন তা উত্তমরূপে সিক্ত হয়।
গোসলের এ তিনটি ফরজের ব্যপারে হানাফীদের সাথে
জমহুর ওলামাও একাত্নতা প্রকাশ করে।
0 মন্তব্যসমূহ