■ মলমূত্র ত্যাগেরর আদবসমূহ :
মলমূত্র ত্যাগের শরয়ী আদবসমূহ নিম্নরূপ-
১। দূরে ও আড়ালে মলমূত্র ত্যাগ করা। যেমন হাদীসে এসেছে- کان اذا اراد الحاجة بعد
2। ইস্তেন্জার স্থানে প্রবেশের সময় নিম্নের দোয়া পাঠ করা - اللہم انی اعوذبک من الخبث والخباث
৩। কিবলাকে সামনে বা পিছনে না রাখা। যেমন হাদীসে এসেছে- لا تستقبلوا القبلة ولا تستدبروہا
৪। যথাসম্ভব সতর ঢেকে রাখা এবং ডান হাত দ্বারা লিঙ্গ স্পর্শ না করা।
৫। ঢালু স্হানে প্রস্রাব করা, গর্তে প্রস্রাব না করা। প্রস্রাবের ছিটা যেন কাপড়ে না লাগে, সে ব্যপারে সতর্ক থাকা।
৬। স্থায়ী আবদ্ধ পানিতে ও গোসলখানায় প্রস্রাব না করা।
৭। মলমূত্র ত্যাগরত অবস্থায় সালাম না দেয়া এবং না নেয়া।
৮। প্রস্রাবের সময় একটি এবং পায়খানার সময় তিনটি বা তদূর্ধ্ব বিজোড় সংখ্যক কুলুখ ব্যবহার করা।
৯। পানি দ্বারা শৌচকার্য করা।
১০। ইস্তেন্জার পর অযু করা।
সুতরাং উপরিউক্ত আদবগুলোর প্রতি দৃষ্টি রেখে মলমূত্র করা আমাদের জন্য অপরিহার্য।
0 মন্তব্যসমূহ