কুরবানি কার ওপর ওয়াজিব আর কার ওপর ওয়াজিব নয়
♦মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভ ও আত্মত্যাগের অপূর্ব নিদর্শন হলো কুরবানি। কুরবানি একটি আর্থিক ইবাদত। সুতরাং ঢালাওভাবে ধনী গরিব সকলের ওপর এটা ওয়াজিব নয়; বরং কতিপয় শর্তসাপেক্ষে নিম্মোক্ত ব্যক্তিবর্গের ওপর কুরবানি ওয়াজিব হয়। যেমন-
১. মুসলিম হওয়া।
২. স্বাধীন হওয়া। সুতরাং পরাধীন ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব নয়।
৩. মুকিম হওয়া। সুতরাং মুসাফিরের ওপর কুরবানি ওয়জিব নয়। যেমন হযরত আলী (রা) বলেন-
لیس علی مسافر جمعة ولا اضحیة
৪. নেসাব পরিমান সম্পদের মালিক হওয়া। সুতরাং ফকির মিসকিনের ওপর কুরবানি ওয়াজিব নয়।
তবে এ নেসাবের ক্ষেত্রে যাকাতের ন্যায় বছর পূর্ণ হওয়া এবং বর্ধনশীল মাল হওয়া শর্ত নয়।
৫. কুরবানির দিন সমুপস্থিত হওয়া।
কুরবানি ওয়জিব সম্পর্কে হেদায়াহ গ্রন্থকার বলেন- الاضحیة واجبة علی کل حر مسلم مقیم موسر فی یوم الاضحی عن نفسہ وعن ولدہ الصغار
0 মন্তব্যসমূহ