দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাআল্লাহ
কথা ও সুর : আহমদ আব্দুল্লাহ
♦দুঃসময়ের ঝড় যাবে থেমে....... ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে.......ইনশাআল্লাহ,
লাখো শহীদের খুন যাবেনা বৃথা............ইনশাআল্লাহ, ত্যাগেই আবার হবে মুক্তি আকা.........ইনশাআল্লাহ, মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন মহড়া। ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাআল্লাহ,ইনশাআল্লাহ(২)
♦ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাঁক কাপুক জালিম থর থর(২) ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ(২)
♦রক্তের নদী বয়ে আসবে বিজয়...........ইনশাআল্লাহ, মুক্তির কথা গানে হাসবে হৃদয়......… ইনশাআল্লাহ,
এখনই সময় নেবো বদলা এবার.......... ইনশাআল্লাহ,
শহীদ তামান্নায় ছুটবো আবার........ ইনশাআল্লাহ, মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন মহড়া,
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাআল্লাহ,ইনশাআল্লাহ(২)
♦নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গিকার,মানুষ ফিরে পাক স্বাধিনতার স্বাদ খুলুক ন্যায়ের আজ বন্ধোদ্বার(২)
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ(৪)
0 মন্তব্যসমূহ