Recents in Beach

হজ্জের ফরজ ও ওয়াজিবসমুহ | Obligations and Wajibs of Hajj | Abdullah media


♣ হজ্জের ফরজ ও ওয়াজিবসমুহ ♣


♦ উপস্থাপনা : Hazz is an important way to be intimate with Allah. আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয়বান্দা হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো হজ্জ। ইসলামী জীবনব্যবস্থায় এর গুরুত্ব অপরিসীম। এ হজ্জ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট মীকাত থেকে ইহরাম বেধে কতিপয় ফরজ, ওয়াজিব কাজ সম্পন্ন করার মাধ্যমে আদায় করতে হয়। নিম্নে হজ্জের ফরজ ও ওয়াজিবসমূহ বিস্তারিত আলোচনা করা হলো।

♦ হজ্জের ফরযসমূহ : হজ্জের ফরযের সংখ্যা নিয়ে ইমামদের মাঝে মতবিরোধ রয়েছে। যেমন-
ক. আবু হনীফার অভিমত : ইমাম আবু হনীফা (র)-এর মতে, হজ্জের ফরজ তিনটি। যথা- 
  1. ইহরাম বাঁধা :  হজ্জ ও ওমরার নিয়তে হাজীগন সেলাইবিহীন কাপড় পরিধানপূর্বক নির্দিষ্ট মীকাত অতিক্রম করা এবং তালবিয়া পাঠ করতঃ কতিপয় কাজ হতে বিরত থাকার নাম ইহরাম। যেমন মহান আল্লাহর বাণী-فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال فى الحج-
    • আরাফায় অবস্থান : ওলামায়ে জমহুর ও ফিকহবিদগনের মতে, ৯ যিলহজ্জ সূর্য ঢলে যাওয়ার পর থেকে ১০ যিলহজ্জ সূবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে কিছুক্ষণের জন্য আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। যেমন মহান আল্লাহর বাণী-فاذا افضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام
      রাসূল (স)-এর বাণী- الحج الوقوف بالعرفه
    • তাওয়াফে যেয়ারত : জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপের পর ১০ যিলহজ্জ থেকে ১২ যিলহজ্জের যে কোনো একদিন মিনা থেকে মক্কায় গিয়ে সাতবার পবিত্র কাবার তাওয়াফ করা। যেমন মহান আল্লাহর বাণী- وليطوفوا بالبيت العتيق

    হজ্জের ফরজ বলতে হজ্জের রোকন ও শর্তকে বলা হয়। উপরিউক্ত প্রথমটি হজ্জের শর্ত এবং পরের দুটি হজ্জের রোকন।

    খ. শাফেয়ীর অভিমত : ইমাম শাফেয়ী (র)-এর মতে, হজ্জের ফরজ ৫ টি। উক্ত তিনটিসহ বাদি দুটি হলো-
           ৪. মাথা মুন্ডানো বা চুল কাটা।
           ৫. ফরজগুলো আদায়ে ধারাবাহিকতা রক্ষা করা।

    গ. মালেক ও আহমদের অভিমত : আর ইমাম মালেক ও আহমদ (র)-এর মতে, হজ্জের ফরজ ৪ টি। আহনাফের উল্লিখিত তিনটিসহ চতুর্থটি হলো, সাফা ও মারওয়া পাগাড়দ্বয়ের মাঝে সায়ী করা।

    ♦হজ্জের ওয়াজিবসমূহ : হজ্জের ওয়াজিবসংক্রান্ত বিষয়ে ইমামগণের মতানৈক্য বিদ্যমান। যেমন- 

    . ইমাম আবু হানীফা (র)-এর মতে, হজ্জের ওয়াজিব কাজ ৫টি। যথা- 
         ১. সাফা ও মারওয়ার মাঝে সায়ী : সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সুনির্দিষ্ট নিয়মে সাতবার দৌড়ানো ওয়াজিব। যেমন মহান আল্লাহর বাণী- ان الصفا والمره من شعائر الله 
         ২. মুযদালিফায় অবস্থান : আরাফা হতে ফেরার পথে ১০ যিলহজ্জ রাতের শেষ প্রহরে সূর্যোদয়ের পূর্বে মুযদালিফায় কিছুক্ষণের জন্য অবস্থান করা ওয়াজিব। যেমন রাসূল (স)-এর বাণী- مزدلفة كلها موقف الا وادى مُحسّرٍ 
         ৩. কঙ্কর নিক্ষেপ : মিনায় অবস্থিত তিনটি জামরাতে যিলহজ্জের ১০, ১১ ও ১২ তারিখে সর্বমোট ৪৯টি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। যেমন হাদীসে এসেছে- انما جعل رمى الجمار والسعى بين الصفا والمروة لإقامة ذكر الله 
         ৪. হলক বা কসর করা : কুরবানি করার পর ইহরাম ভঙ্গের উদ্দেশ্যে হাজীর মাথা মুণ্ডানো বা চুল কাটা ওয়াজিব। যেমন মহান আল্লাহর বাণী- محلقين رؤوسكم ومقصرين 
         ৫. তাওয়াফে সদর : হজ্জের সকল কাজ সমাপনান্তে মীকাতের বাইরের বিদেশি হাজীগণের জন্য ১২ যিলহজ্জ যে কোনো সময় তাওয়াফে সদর করা ওয়াজিব। মক্কার অধিবাসী ও হায়েয নেফাসধারী মহিলাদের জন্য এটা ওয়াজিব নয়। যেমন রাসূল (স)-এর বাণী- من حج البيت فليكن اخر عَهْدِهِ بِالْبَيتِ اِلَّا  َالْحَيْض. 

    . ইমাম শাফেয়ী (র) পাথর চুম্বনকে হজ্জের ওয়াজিব হিসেবে গণ্য করেন। 

    . আর ইমাম আহমাদ (র) মিনায় অবস্থানকেও হজ্জের ওয়াজিব হিসেবে গণ্য করেন।



    ♣ Obligations and Wajibs of Hajj ♣


    Presentation: Hazz is an important way to be intimate with Allah. Hajj is one of the most important means of becoming a beloved servant of Allah. Its importance is immense in the Islamic way of life. This Hajj has to be performed by wearing Ihram from a certain Meekat in a certain month and completing some Fard, Wajib tasks. The obligations and wajibs of Hajj are discussed in detail below.


    Obligations of Hajj: There is disagreement among the Imams regarding the number of obligations of Hajj. For example-

    A. Abu Hanifa's opinion: According to Imam Abu Hanifa (RA), Hajj is three obligatory. namely-

         1. Binding of Ihram: For the purposes of Hajj and Umrah, the pilgrims used to wear unstitched clothes, cross certain Meeqaat and recite Talbiya: Abstaining from certain acts is called Ihram. For example, the words of Almighty Allah -
    فين فرض فيهن حجج فلا رفث ولا فسوق ولا جدال في حجج-
          2. Staying at Arafah: According to the Ulama Jamahur and the jurists, it is fard to stay at the Maidan of Arafah for a while at any time from sunset on the 9th ZilHajj to the dawn of the 10th Zilhajj. For example, the words of Almighty Allah -
    فاذا افضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام
    The words of the Prophet (PBUH)-Hajj al-Woquf بالعرفه
          3. Tawaf Pilgrimage : To perform Tawaf of the Holy Kaaba seven times from Mina to Makkah on any day from 10 Zil Hajj to 12 Zil Hajj after throwing stones at Jamra' Aqaba. Such as the words of Almighty Allah - وليطوفوا بالبيت العتيق

    "Hajj obligations are the rules and conditions of Hajj. The first of the above is the condition of Hajj and the latter two are the prohibitions of Hajj."

    b. Shafi'i's opinion: According to Imam Shafi'i (RA), Hajj has 5 obligations. The other two including the said three are-
          4. Shaving or cutting hair.
          5. Maintaining continuity in the fulfillment of obligations.

    c. According to Malik and Ahmad: And according to Imam Malik and Ahmad (RA), there are 4 obligatory acts of Hajj. The fourth, along with the three mentioned by Ahnaf, is to say between Safa and Marwa.

    ♦Wajibs of Hajj: There is disagreement among the Imams regarding the Wajibs of Hajj. For example-

    A. According to Imam Abu Hanifa (RA), there are 5 obligatory acts of Hajj. namely-
          1. Sa'i between Safa and Marwa: It is wajib to run seven times between the mountains of Safa and Marwa according to specific rules. Such as the words of Almighty Allah - ان الصفا والمره من شعاير الله
          2. Staying at Muzdalifah: On the way back from Arafa, it is wajib to stay at Muzdalifah for a while before sunrise in the last hours of the night of 10 Zil-Hajj. For example, the words of the Prophet (PBUH) - Muzdalifah كلها ستيف الا وادي مُحسّرٍ
          3. Pebble Throwing: It is wajib to throw 49 pebbles on the 10th, 11th and 12th of Zil-Hajj at the three Jamrahs located in Mina. As mentioned in the hadith - انما جاعل رمى الجمار والسعي بين صفا والمروة ليقامة ذكر الله
          4. Halak or Qasr: After performing Qurbani, it is wajib for the Haji to shave his head or cut his hair for the purpose of breaking Ihram. Such as the words of Almighty Allah - محلقين روسكم ومقصرين
          5. Tawaf Sadr: It is wajib to perform Tawaf Sadr at any time during the 12th Zil Hajj for foreign pilgrims outside the Meekat at the end of all Hajj activities. It is not wajib for Makkah residents and menstruating women. Such as the words of the Prophet (PBUH)- من حج البيت فليكن اخر عَهْدِهِ بِالْبَيتِ اِلَّا َالْحَيْض.

    b. Imam Shafi'i (RA) considered kissing the stone as a Wajib of Hajj.

    c. And Imam Ahmad (RA) also considered standing in Mina as a Wajib of Hajj.

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ