♦আল্লামা কাশগরী (র) হলেন সে সকল ব্যক্তিদের একজন যারা শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন ও তা মানুষের নিকট পৌছে দেওয়ার জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন।
নাম ও জন্ম :তার নাম অাব্দুর রহমান। কাশগরের প্রতি সম্বন্ধ করে তাকে কাশগরী বলা হয়। তিনি ১৯১২ খ্রিস্টাব্দে ১৫ সেপ্টম্বর তুর্কিস্তানের রাজধানী কাশগরে জন্মগ্রহণ করেন
শিক্ষাজীবন : অল্লামা কাশগরী (র) কাশগরের স্থানীয় বিশিষ্ট অালেমগনের নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেন। অতঃপর তিনি উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ভারত গমন করেন। ১৯২২ খ্রিস্টাব্দে তিনি ভারতের লক্ষ্মৌতে অবস্থিত দারুল উলুম নদওয়াতুল ওলামায় ভর্তি হন এবং ১৯৩১ সালে বিশেষ কৃতিত্বের সাথে সেখান থেকে ডিগ্রি লাভ করেন
কর্মজীবন : আল্লামা কাশগরী (র) দারুল উলুম নদওয়াতুল ওলামা থেকে ডিগ্রি লাভ করা পর উক্ত প্রতিষ্ঠানেই আরবি সাহিত্যের শিক্ষক পদে নিয়োজিত হন। অতঃপর তিনি ১৯৩৮ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা অালিয়া মাদরাসায় ফিকহ ও উসুলে ফিকহের প্রভাষক পদে মনোনীত হন। এরপর মাদরাসাটি ১৯৪৭ সালে কলকাতা হতে ঢাকায় স্থানান্তরিত হলে আল্লামা কাশগরী ঢাকায় চলে অসেন এবং ১৯৫৫ সাল পর্যন্ত মাদরাসা-ই আলিয়ার প্রভাষক পদে বহাল থাকেন। অতঃপর ১৯৫৬ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক এবং ১৯৬৯ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন। তিনি মৃত্যু পর্যন্ত উক্ত পদে বহাল থাকেন।
চরিত্র ও গুনাবলি : আল্লামা কাশগরী (র) একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন। তিনি উত্তম চরিত্রের অধিকারি, বুদ্ধিদীপ্ত অন্তরবিশিষ্ট, আত্মমর্যাদাশীল ও বিনয়ী ছিলেন।
রচনাবলি : আল্লামা কাশগরী (র)-এর অনেক রচনা রয়েছে; তন্মধ্যে পসিদ্ধ হলো-১. আলহাদিক্বাতু, ২. আয্যাহরাতু, ৩. আলয়াবারাতু, ৪. মিহকুন্ নাক্বদি ইত্যাদি।
ইন্তেকাল : আল্লামা কাশগরী (র) ১৯৭১ খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন এবং সেখানেই সমাধিস্থ হন।
♣আল্লামা কাশগরী (র) ছিলেন অসংখ্য শিক্ষকের শিক্ষক। আমরা আল্লাহর নিকট তাকে সুউচ্চ জান্নাত দানের দোয়া করি।
0 মন্তব্যসমূহ