Recents in Beach

হাসির বাকসো🤣

♦দুই বন্ধু ফোনে কথা বলছে -
১ম বন্ধু :কিরে দোস্ত কোথায় যাবি?
২য় বন্ধু :এইতো দোস্ত বাঘ শিকারে যাব।
১ম বন্ধু :তো এখনো বাসেয় কেন?
২য় বন্ধু :আর বলিস না দোস্ত বাসার সামনে দেখি একটা পাগলা কুত্তা দাড়িয়ে আছে।
♦দুই পাগলের মধ্যে কথোপকথন --
১ম পাগলঃজানিস রাগে আমার মাথায় আগুন ধরে গেছে।
২য় পাগলঃতাইতো বলি গোবর পোড়া গন্ধ কোথা থেকে আসছে।
♦দুই বন্ধুর কথোপকথন -
১ম বন্ধু :দোস্ত, জানিস স্যার কি বলেছেন?
২য় বন্ধু :কি বলেছেন?
১ম বন্ধু :আমার ভেতর নাকি লুকানো প্রতিভা আছে।
২য় বন্ধু :বলিস কী! তোর ভেতরে? তাড়াতাড়ি এক্স-রে করে ফেল ধরা পড়তে পারে।
♦ডাক্তার ও রোগির মধ্যে কথা হচ্ছে--
রোগী :ডাক্তার, আমি আপনার কথা রাখতে পারলাম না।
ডাক্তার :কেন কী হয়ছে?
রোগী :আপনি বলছিলেন যে এই ওষুধটা খাওয়ার আগে কিছু না খাইতে। কিন্তু,
ডাক্তার :কিন্তু কী হয়ছে?
রোগী :কিন্তু ওষুধ খাওয়ার আগে পিছলে পড়ে আছাড় খাইছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ